Friday, August 12, 2011

জন্যইনা

জন্যইনা
-----------

দেখা হয়ে ছিল সেদিনও মনের আঙিনা শেষে
হারায়ে দিবসে পথ, ঠাঁই নাই- ঠাঁই নাই-
পাথর অবধি ফাটিয়াছে কপোলও পান পাতে
হারায়েছে ধারা স্ফটিক বিন্দু বিফল মাথা কুটে।

ফুল ফুটেছে নদীর চরে নতুন রংএর মেলা
জোয়ার মেতে ভেলায় সাথে খেলা আর খেলা
মন ছুটেছে পাহাড় পানে নতুনে পা ফেলে
হিসেব হবে পরের খাতায় উদ্যম না কমে।

ঐ যে তারারা আছে সাথে মিটমিটিয়ে চেয়ে
গোদ্য রুটি লাগছে এখন মিষ্টি পুরবরাগে
চাইলে তুমি সোনার হরিন আনব ধরে তবে
খামখেয়ালী নয়তো এটা উড়নচণ্ডী হবে।




No comments:

Post a Comment