সমান্তরাল
______________ মেঘেঢাকা তারা
চলি চলি পথযে চলি এরযে হয়না শেষ
কোথায় গেলে বলতে পার এটার অন্তদেশ,
আলোর মেলায় গ্রন্থকথা কবির মতামত
আমজনতার ঘণ্টী নেড়ে অচেনা পথিকবর,
ভুবন পারের নীলের ছটায় উজ্জ্বল দিকবিদিক
রাঙা পথের গল্পকথা পাবে ঠিক ঠিক,
নবীন যারা নবীন মতে বিভোর তারা মত্ত
ভাঙ্গছে বাধা গড়ছে হেথা সৃষ্টি জয়ের শর্ত,
দিকে দিকে উঠছে জেগে নীড়ের নিদ্রা ভেঙে
অঙ্গিকারের রুপরেখায় পেছনে ফেলে দন্দ,
কোলের শিশু, গাছের পাতা, ঘাসের শিশিরবিন্দু শিশিররেখা
টলটলিয়ে রামধনুরং সমান্তরাল জীবন খাতা ||