Wednesday, December 22, 2010

সমান্তরাল

সমান্তরাল
______________ মেঘেঢাকা তারা
চলি চলি পথযে চলি এরযে হয়না শেষ
কোথায় গেলে বলতে পার এটার অন্তদেশ,
আলোর মেলায় গ্রন্থকথা কবির মতামত
আমজনতার ঘণ্টী নেড়ে অচেনা পথিকবর,
ভুবন পারের নীলের ছটায় উজ্জ্বল দিকবিদিক
রাঙা পথের গল্পকথা পাবে ঠিক ঠিক,
নবীন যারা নবীন মতে বিভোর তারা মত্ত
ভাঙ্গছে বাধা গড়ছে হেথা সৃষ্টি জয়ের শর্ত,
দিকে দিকে উঠছে জেগে নীড়ের নিদ্রা ভেঙে
অঙ্গিকারের রুপরেখায় পেছনে ফেলে দন্দ,
কোলের শিশু, গাছের পাতা, ঘাসের শিশিরবিন্দু শিশিররেখা
টলটলিয়ে রামধনুরং সমান্তরাল জীবন খাতা ||

Tuesday, December 21, 2010

মনের দুধারে

মনের দুধারে
______________ মেঘেঢাকা তারা
মনের দুধারে
দুতাবাস জানায় রাত্রির নীরবতা
আলো আঁধারি খেলা – নিশ্চুপ পাতা
পাল তোলা তরী হারিয়েছে হাল
কলকলিয়ে ওঠা নীরবতা
মনের দুধারে |

মনের দুধারে
ঝলমলিয়ে ওঠা আলো হঠাৎ হারায়
নিকস কালো বিদ্যুত পার
থেমেযায় ঝরা পাটা উলট পুরাণ
অন্তরে সুঘ্রাণ মলিন
মনের দুধারে |

মনের দুধারে
তেপান্তরের মাঠ নকসি কাঁথা
হাঁটু ঘোলা জল হারায়ে পথিক
বিন্দু বিন্দু স্ফটিক খেলা করে
শ্যামলা গাঁয়ের মেয়ে কোলকাতা
মনের দুধারে |