Tuesday, December 21, 2010

মনের দুধারে

মনের দুধারে
______________ মেঘেঢাকা তারা
মনের দুধারে
দুতাবাস জানায় রাত্রির নীরবতা
আলো আঁধারি খেলা – নিশ্চুপ পাতা
পাল তোলা তরী হারিয়েছে হাল
কলকলিয়ে ওঠা নীরবতা
মনের দুধারে |

মনের দুধারে
ঝলমলিয়ে ওঠা আলো হঠাৎ হারায়
নিকস কালো বিদ্যুত পার
থেমেযায় ঝরা পাটা উলট পুরাণ
অন্তরে সুঘ্রাণ মলিন
মনের দুধারে |

মনের দুধারে
তেপান্তরের মাঠ নকসি কাঁথা
হাঁটু ঘোলা জল হারায়ে পথিক
বিন্দু বিন্দু স্ফটিক খেলা করে
শ্যামলা গাঁয়ের মেয়ে কোলকাতা
মনের দুধারে |

No comments:

Post a Comment